অপরাধ

রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ডিবি’র দুই সদস্য আহত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় গতকাল রাতে মাদক কারবারিদের গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আহত দুই কর্মকর্তা হলেন-সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান এবং কনস্টেবল সুজন। তারা ডিবি লালবাগ বিভাগের অধীনে কাজ করছিলেন। বর্তমানে তারা ঢামেকে ভর্তি আছে। 

বিষয়টি বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৮ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে লালবাগ বিভাগের একটি টিম পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছাকাছি একটি প্রাইভেট কারের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় গাড়ির ভেতর থেকে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এএসআই আতিক হাসান পেটের বাঁ পাশে এবং কনস্টেবল সুজন বাঁ হাঁটুতে গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পল্টন #মাদক কারবারি