ইসরাইলের উদ্দেশে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি সামরিক বাহিনী।
ইসরাইল জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার বিষয়টি শনাক্ত হয়েছে এবং তা প্রতিহত করার চেষ্টা চলছে।
ইসরাইলি প্রশাসন নাগরিকদের নিরাপদ বাঙ্কারে আশ্রয় নিতে বলেছে এবং নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার আহ্বান জানিয়েছে।
এর আগে ১৩ জুন ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি অভিযানে তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ছয়জন পারমাণবিক বিজ্ঞানী প্রাণ হারান বলে জানা গেছে।
এই হামলার জবাবে নিতে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালায় ইরান। এতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। যদিও হতাহতের সংখ্যা তুলনামূলক কম, তবে ইসরাইল উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।
বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, এবং যুদ্ধাবস্থা অব্যাহত রয়েছে। ইরানের হামলার আশঙ্কায় ইসরাইলি জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বাঙ্কারে অবস্থান করছেন।
এমএ//