আন্তর্জাতিক

ফের ইসরাইলি হামলায় ৮৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ইসরাইলের চলমান সংঘাতের মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। বৃহস্পতিবার (১৯ জুন) দখলদার বাহিনী ৮৪ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। খবর আলজাজিরা

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তার বরাতে আলজাজিরা জানিয়েছে, নিহত ৮৪ জনের মধ্যে অন্তত ৫১ জন গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে ১৬ জন ত্রাণ প্রার্থী ছিলেন।

এর আগে গতকাল ত্রাণকেন্দ্রে বিমান হামলা চালিয়ে ও পরে ত্রাণ প্রার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ে ৫১ জনকে হত্যা করেছিলো বর্বর এই বাহিনী। এ হামলায় আহত হয়েছিলেন আরও অন্তত ২০০ জন।

গেল ২০ মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বর্বর ও নৃশংস এই হামলায় অন্তত ৫৫ হাজার ৫০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। যার মধ্যে দশ হাজার নারী ও শিশু রয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ফিলিস্তিন #গাজা