বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজশাহীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় কোনও বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, যাতে এসব প্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নির্ধারণ করতে না পারে। একই সঙ্গে তাদের পাঠ্যক্রম ও পাঠসূচিও সরকারের নিয়ন্ত্রণে থাকা জরুরি।’
এর আগে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের আধুনিকায়ন, পাঠদানের মানোন্নয়ন, মিড ডে মিল চালু, আইসিটি সুবিধা বৃদ্ধি, বেতন-ভাতা উন্নয়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
আই/এ