ইরান ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট না করে রহস্য বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, পত্রিকাটি তাঁর মতামত বা কৌশল সম্পর্কে কিছুই জানে না।
আল–জাজিরা জানিয়েছে, ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে দাবি করা হয়েছিল—ট্রাম্প ইরানে সামরিক হামলার প্রাথমিক সম্মতি দিয়েছেন, তবে তা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প আশা করছেন, হয়ত তাতে ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে।
এসব দাবির জবাবে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, ‘ওয়াল স্ট্রিট জার্নাল আমার ইরান বিষয়ক দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছুই জানে না।’
সাম্প্রতিক এক প্রেস ব্রিফিংয়েও ট্রাম্প জানান, তিনি এখনো ইরান নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘দেখা যাক কী হয়। সবাই জানতে চাইছে, কিন্তু আমি এখনো কিছু ঠিক করিনি।’
এই বক্তব্যে বোঝা যাচ্ছে, ইরান নিয়ে ট্রাম্পের অবস্থান এখনো অনিশ্চিত এবং তার ভবিষ্যৎ পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।