চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। নিহতরা হলেন, আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। এদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন ৫ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ৩ বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে তারা মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও তারা নিশ্চিত নন ট্রেনের আঘাতে মৃত্যু হয়েছে কি না। তারা কীভাবে নিহত হয়েছেন সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিলেন। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে গেছেন। তারা ডেথ সার্টিফিকেটও নেননি। পরে হাসপাতালে পুলিশ আসে।
আই/এ