আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারাল ৯২ জন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় একের পর এক ইসরাইলি  বিমান ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৯২ জন ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে ছিলেন ত্রাণের আশায় লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষ। বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

গাজা সিটি ও এর উত্তরাঞ্চলে একযোগে চালানো এই হামলাগুলো ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা সিটিতে হামলা চালিয়ে ৬৪ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। উত্তরাঞ্চলের নেটজারিম করিডোরে ত্রাণের আশায় দাঁড়িয়েছে থাকা মানুষদের ওপর চালানো হামলায় দখলদার বাহিনী।

এছাড়া, নেটজারিম করিডর এলাকাতে ত্রাণের আশায় দাঁড়িয়েছে থাকা মানুষদের ওপর চালানো হামলায় দখলদার বাহিনী। এসময় ১৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। এসব হামলায় নারী, শিশু ও প্রবীণরাও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা।ঈ

এই হামলাগুলোকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, ‘যেভাবে প্রতিদিন গাজার মানুষ মারা যাচ্ছে, তা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না। অবিলম্বে এই সহিংসতা বন্ধ হওয়া উচিত।’

গাজায় খাদ্য, পানি এবং বিদ্যুতের তীব্র ঘাটতি ইতোমধ্যেই সংকটময় পরিস্থিতিকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। ইসরাইলের অবরোধ ও লাগাতার হামলার ফলে বহু মানুষ এখন ধ্বংসস্তূপের মাঝে কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ফিলিস্তিন #ইসরাইল