জাতীয়

পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় পাঁচ সচিবসহ মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

অবসরপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. সহিদ উল্যাহ এবং ওএসডি হিসেবে কর্মরত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

তালিকায় আরও আছেন গ্রেড-১ পদমর্যাদার কর্মকর্তা ড. লিপিকা ভদ্র, যিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

সরকারি চাকরি আইন অনুযায়ী, কেউ যদি ২৫ বছর চাকরি সম্পন্ন করেন, তাহলে সরকার প্রয়োজন অনুযায়ী কোনো কারণ ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে। সংশ্লিষ্টদের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তারা নিয়ম অনুযায়ী সব অবসর-সুবিধা পাবেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সরকারি চাকরি #৪৫ ধারা #অবসর #জনপ্রশাসন মন্ত্রণালয়