আন্তর্জাতিক

ইসরাইলে ফের হামলা করেছে ইরান, দূতাবাস থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এএফপি

আবারও ইসরায়েলজুড়ে একযোগে কমপক্ষে ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেএর জবাবে ইরানে পাল্টা হামলা করেছে ইসরাইল।এদিকে দুই দেশের হামলা পাল্টা হামলার মধ্যেই ইরান দূতাবাসে থাকা নিজেদের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য।

শুক্রবার (২০ জুন) ইসরাইলের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এমডিএর বিবৃতির বরাত দিয়ে অবশ্য এএফপি প্রাথমিকভাবে জানিয়েছিল, দুজন আহত হয়েছে। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন।

আলজাজিরার খবরে এই দুজনসহ ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, তেহরান দূতাবাসে কর্মরত নিজেদের নাগরিকদের সাময়িকভাবে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্যে। দূতাবাসের কাজকর্ম এখন থেকে দেশটির বাইরে থেকে পরিচালিত হবে বলেও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

এর আগে যুক্তরাজ্য ইসরাইলে অবস্থিত দেশটির দূতাবাস থেকে নিজেদের কর্মচারী ও তাদের পরিবারকে সরিয়ে নেয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান