ইরানের কুদস ফোর্সের ‘প্যালেস্টিনিয়ান কর্পস’-এর কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবী করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। আল–জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকালে ইরানের কোম শহরের একটি আবাসিক ভবনে চালানো এক হামলায় ইজাদি নিহত হন।
এর আগে আল–জাজিরা জানায়, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, ইজাদি ও ওই কিশোর একই হামলায় নিহত হয়েছেন, নাকি ঘটনাগুলো আলাদা।
কমান্ডার ইজাদির হত্যার বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ৭ অক্টোবর হামলার আগমুহূর্তে তিনি হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহে ভূমিকা রেখেছিলেন।
কাৎজ আরও বলেন, ‘ইজাদিকে হত্যা ইসরাইলি গোয়েন্দা ও বিমান বাহিনীর একটি বড় সফলতা। এটি নিহত ও জিম্মি ব্যক্তিদের প্রতি সুবিচারের প্রতিফলন। ইসরাইলের দীর্ঘ হাত তার সব শত্রুর কাছে পৌঁছাবে।’
এসি//