ইরানের ইসফাহান শহরের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (২১ জুন) ভোরে এ হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিমান প্রতিরক্ষাবাহিনী তাৎক্ষণিকভাবে এই হামলার জবাব দিয়েছে। এসময় ইসফাহানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলের এ হামলার ফলে ইস্পাহানে পারমাণবিক স্থাপনা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি। তবে এ ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেনি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
ইসফাহানের আরও কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে বলে জানানো হলেও, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসফানের উপ-গভর্নরের বরাতে ফার্স নিউজ জানায়, ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
বিস্ফোরণের শব্দের অধিকাংশই ছিল প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় প্রতিক্রিয়া থেকে এবং বাকিগুলো ছিল শত্রুপক্ষের হামলার।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইল রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের মজুত এবং স্থাপনায় ‘ধারাবাহিক হামলা’ চালিয়েছে।
এমএ//