ঝালকাঠির নলছিটিতে পুলিশি অভিযানে ছেলেকে গ্রেপ্তারির সময় বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতের নাম সুমন সরদার (৩৫)। তার বাবার নাম মো. হাবিব সরদার (৫৮)। তারা একই পরিবারের সদস্য। বিষয়টি গণমাধ্যমকে আদালতের জিআরও এনামুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, সুমনকে রাত আড়াইটার দিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করার সময় তার বাবা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
সুমনকে শুক্রবার (২০ জুন) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করা হয়।
এ বিষয়ে ওসি আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, সুমনকে মারামারির মামলায় গ্রেপ্তার করা হয় এবং তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর সুমনের বোন হাসপাতালে গিয়ে জানান, তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। পরে জানা যায়, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন।
এসকে//