আন্তর্জাতিক

৯ দিনের সংঘাতে হতাহতের সংখ্যা জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: তেহরান, ১৩ জুন ২০২৫

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত ৯ দিনে গড়িয়েছে। সংঘাতে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের শতশত মানুষ নিহত ও আহত হয়েছেন। 

শনিবার (২১ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, গেল ১৩ জুন ইসরালি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে।

তবে, মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরালি বিমান হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন নিহত হয়েছে।

এছাড়া ইসরাল জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছেযার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।

প্রসঙ্গত, গেল শুক্রবার (১৩ জুন) ইরানে আগ্রাসী হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

হামলায় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়।

জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইরানি হামলায় অন্তত ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন এবং অন্তত ৩৮০ জন আহত হয়েছেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ইরান ইসরাইল সংঘাত