ক্রিকেট

গল টেস্ট ড্র করলো বাংলাদেশ

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ।  ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ শনিবার শেষদিন শুরু করেছিল বাংলাদেশ।  প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 

২৯৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার ৪ উইকেট শিকার করতে পেরেছে বাংলাদেশ।  স্বাগতিকরা সংগ্রহ করেছিলো ৭২ রান। 

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ।  আর প্রথম ইনিংসে খেলতে নেমে ৪৮৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।  ১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান করে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে টাইগারা। ফলে ২৯৬ রানের লক্ষ্য পায় লঙ্কানরা।জবাব দিতে নেমে পঞ্চম দিনের শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুলতে পেরেছে স্বাগতিকরা। এতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠে ছাড়ে দুই দল।

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯৫ ও ৮৭ ওভারে ২৮৫/৬ ডি. (শান্ত ১২৫, সাদমান ৭৬, মুশফিক ৪৯; থারিন্দু ৩/১০২)। শ্রীলঙ্কা: ৪৮৫ ও ৩২ ওভারে ৭২/৪ (নিশাঙ্কা ২৪, কামিন্দু ১২*, ডি সিলভা ১২*; তাইজুল ৩/২৩, নাঈম ১/২৯)।

ফল: ড্র।

 

ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ