আন্তর্জাতিক

ইরানের পক্ষে ইরাকে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে। শুক্রবার (২০জুন) হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।ইরাকের শিয়া জাতীয় আন্দোলনের নেতা মুকতাদা আল-সাদর-এর আহ্বানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা “না, না আমেরিকাকে, না, না ইসরায়েলকে ”এবং “হ্যাঁ, হ্যাঁ শান্তিকে”এমন স্লোগান দেন।অনেকেই পতাকা ও ব্যানার হাতে প্রতিবাদ করেন। বিক্ষোভের মধ্যেই অনেকে জুমার নামাজ আদায় করেন।

বিক্ষোভকারীরা ইসরায়েলকে আমেরিকার সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমেরিকান সহায়তাই সংঘাতের মূল কারণ।

একজন বিক্ষোভকারী বলেন, “আমেরিকা ও ইসরায়েল এই উত্তেজনার মূল হোতা। সারা বিশ্বের মুসলিম জনগণ এই জায়নিস্ট দখলদারিত্বের বিরুদ্ধে। আমেরিকা ও ইসরায়েলই সব খারাপ কিছুর মূল।”

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #বাগদাদ