আন্তর্জাতিক

ইরানের সামরিক অবকাঠামোয় হামলা চালাচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইরানের দক্ষিণে থাকা খুজেস্তান প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। 

ইরানি ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরাইলি হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সচল করা হয়েছে। 

অন্যদিকে চলমান সংঘাতের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়েন।

ফোনালাপের পর ম্যাক্রোঁ জানান, পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়েছেন তিনি।

ম্যাক্রোঁ আরও বলেন, ইরান কখনোই পরমাণু বোমা অর্জন করতে পারবে না। দেশটির পরমাণু কর্মসূচি যে শান্তিপুর্ণ এটা প্রমাণে তাদেরকে নিশ্চিয়তা দিতে হবে। চলমান সংঘাত থেকে বের হয়ে আসার রাস্তা আছে। এর মাধ্যমে বড় ধরনের বিপদ এড়ানো যাবে।       

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান