ফিফা ক্লাব বিশ্বকাপে চলছে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট। ইউরোপিয়ান পরাশক্তিগুলো ধরাশায়ী হচ্ছে তাদের হাতে।
পরশু রাতে ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে রেকর্ড গড়েছিলো বোতাফোগো। ফিফার কোন টুর্নামেন্টে প্রথমবার দক্ষিণ আমেরিকার কোন দল হিসেবে বর্তমান ইরোপীয়ান চ্যাম্পিয়নদের হারানো কীর্তি দেখিয়েছে তারা।
এক দিনের ব্যবধানে ইংলিশ জায়ান্ট চেলসিকে উড়িয়ে দিলো ফ্ল্যামেঙ্গো।
শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে ব্রাজিলের ক্লাবটি। এ জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত হয়েছে ফিলিপে লুইসের দলের।
ব্রাজিলের ক্লাবগুলোর দাপট যখন থামছে না তখন বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। এই হারে থেমে গেছে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলোর না হারার যাত্রা। এর আগে ৯ ম্যাচ খেলে একটিতেও হারেনি লাতিন আমেরিকার ক্লাবগুলো।
বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোও নিশ্চিত করেছে বায়ার্ন।