ফুটবল

ভিনিকে রিয়াল থেকে বেরিয়ে যেতে বলছেন ভক্তরা!

সবশেষ মৌসুমটা রিয়াল মাদ্রিদের হয়ে রাঙাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেও আল হিলালের বিপক্ষে তার পারফরম্যান্স হয়েছে সমালোচিত। তবুও স্প্যানিশ ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি।

তবে হঠাৎ করেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু পরিবর্তন এনেছেন ব্রাজিলিয়ান এই তারকা। আর তাতেই ভক্তদের তোপের মুখে পড়েছেন তিনি।

ভিনি তার ইনস্টাগ্রামের বায়ো থেকে রিয়াল মাদ্রিদের নাম মুছে ফেলেছেন। এছাড়াও পিন করে রাখা ছবিগুলোও সরিয়ে ফেলেছেন—যেই ছবিগুলো ছিলো তার রিয়ালের হয়ে ১৪ ও ১৫তম চ্যাম্পিয়নস লিগ জয়ের। 

এমন পরিবর্তন স্বাভাবিকভাবে নেয়নি রিয়াল ভক্তরা। তারা মনে করছেন, ভিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন, আর তাই এমন পরিবর্তন এনেছেন। সে কারণেই অনেকে তার ছবির নিচে মন্তব্য করছেন, যেন তিনি ক্লাব ছেড়ে চলে যান।

ভিনিসিয়াসের সৌদি আরবে যাওয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। ইনস্টাগ্রামে এমন পরিবর্তনের ফলে সেই গুঞ্জনই যেন আরও জোরালো হয়েছে রিয়াল মাদ্রিদ ভক্তদের চোখে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভিনি