অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চান এমিলিয়ানো মার্তিনেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইউনাইটেডে নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ম্যানইউতে যোগ দিতে আগ্রহী আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
সংবাদ মাধ্যমটির তথ্যমতে, ইংলিশ ক্লাবটির কোচ রুবেন আমোরিম স্কোয়াড পুনর্গঠনের পরিকল্পনা করছেন এবং সে লক্ষ্যে তিনি নেতৃত্ব দিতে পারে এমন ফুটবলার খুঁজছেন। যেখানে তাঁর চোখ আছে এমির উপর।
জানা গেছে, পর্তুগিজ এই কোচ মার্তিনেজের বড় ভক্ত। ২০২০ সালে নাকি স্পোর্টিং লিসবনে তাঁকে আনার জন্য আমোরিম উদ্যোগও নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলাকে এমিকে দলে নিয়ে নেয়।