মাঝমাঠের বাম প্রান্ত থেকে মার্তিনেজের উদ্দেশ্যে ব্যাকপাস বাড়িয়েছিলেন ম্যাটি ক্যাশ। তবে পাসের গতি কম থাকায় মার্তিনেজের কাছে পৌঁছানোর আগেই পেয়ে যান রাসমুস হয়লুন্দ।
বলে দিকে ছুটতে থাকা মার্তিনেজ সেই মুহূর্তে করে বসেন আরও বড় ভুল। ধাক্কা দিয়ে ফেলে দেন হয়লুন্দকে। রেফারি সাথে সাথেই লাল কার্ড দেখান অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলরক্ষককে।
ক্যাশের ব্যাকপাস থেকে সৃষ্টি হওয়া ভুল সমালাতে গিয়ে মার্তিনেজের করা আরও বড় ভুলের খেসারত দিতে হলো অ্যাস্টন ভিলাকে।
রোববার রাতে ১০ জনের দলে পরিণত হওয়া ভিলা দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে হজম করে দুই গোল। এই হারে বার্মিংহামের ক্লাবটি ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ড্র করলেও সুযোগ ছিলো আগামী মৌসুমে ইউরোপীয়ান প্রতিযোগিতাটিতে অংশ নেওয়ার।
এদিকে গুঞ্জন অ্যাস্টন ভিলা ছাড়ছেন মার্তিনেজ। গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ভিলার জার্সিতে এটিই আর্জেন্টাইন এই গোলরক্ষকের শেষ ম্যাচ। আর শেষ ম্যাচে ইংলিশ ক্লাবটির সমর্থকদের কাছে নায়কের বদলে খলনায়কে পরিণত হলেন তিনি।