জয় দিয়ে ২০২৪ শেষ করলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে পেরুকে হারিয়েছে তারা। এই বছরেই কোপা আমেরিকার শিরোপাও ধরে রাখতে পেড়েছে আলবিসেলেস্তারা। সব মিলিয়ে, সফল একটি বছর কাটাতে পেরে খুশি আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।
বুধবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ বুয়েন্স আইরেসে মার্তিনেজের একমাত্র গোলেই জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার হয়ে এটি ছিলো ইন্টার মিলান তারকার ৩২তম গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি দিয়েগো ম্যারাদোনার সাথে যৌথভাবে পঞ্চম স্থানে অবস্থান করছেন তিনি।
ম্যাচ শেষ নিজের আনন্দের কথা জানিয়ে মার্তিনেজ বলেন, “আমি খুশি কারণ আমার পুরো পরিবার এখানে এসেছে এবং আমি সবসময় আমার সেরাটা দিতে চাই। এই বছরটি খুব ইতিবাচক ছিল এবং ভাগ্যক্রমে আমরা জয় দিয়ে শেষ করেছি। পারফরম্যান্স, গোল ও ম্যাচের দিক থেকে এটা অসাধারণ একটা বছর ছিল। আমাদের খেলা চালিয়ে যেতে হবে এবং প্রতিনিয়ত উন্নতি করতে হবে।”