খেলাধুলা

মেয়েদের সাফ আয়োজন করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারীদের পারফরম্যান্স নজরকাড়া। সবশেষ সাফ নারী ফুটবল প্রতিযোগিতায় নেপালের বিপক্ষে জিতে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। এদিকে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হিসেবে নির্ধারন হয়েছে বাংলাদেশের নাম।

বুধবার (২০ নভেম্বর) সাফের কম্পিটিশন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। যেখানে সিদ্ধান্ত হয়, ২০২৫ সালের ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আয়োজন হবে সাফ অ-২০ নারী ফুটবল প্রতিযোগিতা।  

বাংলাদেশ টুর্নামেন্টের আয়োজক নির্ধারণ হলেও, এখনো ভেন্যু ঠিক হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন, তারা বাফুফেকে চিঠি দিয়েছেন এ ব্যাপারে।

ফুটবলে বাংলাদেশের নারীদের পারফরম্যান্স সাফ সংশ্লিষ্ট দেশগুলোর জন্য উদাহরণ তৈরি করেছে। টানা দুই বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেন তারা। এবার বাংলার জুনিয়র মেয়েদের চাওয়া থাকবে সাফে নিজেদের মেলে ধরার।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ নারী দল | সাফ