ইরান ও ইসরায়েলের সংঘাত বন্ধে নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে। এর অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর । টেলিফোনে তারা কথা বলেন।
মাখোঁ জানিয়েছেন, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে ইরানের প্রেসিডেন্ট রাজি হয়েছেন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাখোঁ লিখেছেন, ‘আমি জোর দিয়ে বলছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি ইরানের দায়িত্ব যে, তারা তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেটা প্রমাণে সব রকম নিশ্চয়তা দেবে।’
মাখোঁ আরও বলেন, তিনি নিশ্চিত, এই যুদ্ধ থেকে উত্তরণের পথ আছে। বড় বিপর্যয় এড়ানো সম্ভব।
উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট মাঁখো উল্লেখ করেন, ফ্রান্স ও ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে ইরানের সঙ্গে চলমান আলোচনা ত্বরান্বিত করা হবে।