ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
রোববার (২২ জুন) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, এ ধরনের হামলা চলমান উত্তেজনাকে আরও ভয়াবহ রূপ দিচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে সংঘাত পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গুতেরেস বলেন, এই ধরনের সহিংসতা শুধু ইরান নয়, বরং পুরো অঞ্চল ও বিশ্বের জন্যও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তার ভাষায়, ‘এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো কূটনৈতিক সমাধান।’
এর আগে গেল ১৩ জুন দখলদার ইসরাইল ইরানে আগ্রাসী হামলা চালায়। ওই হামলায় তেহরানসহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।
হামলায় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে।
জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইরানি হামলায় অন্তত ২৫ জন ইসরাইলি নিহত হয়েছেন এবং অন্তত দুই হাজার ৫১৭ জন আহত হয়েছেন।
এমএ//