আন্তর্জাতিক

ইসরাইলের ১০ স্থানে ইরানের হামলা, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের ১০টি স্থানের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইরানের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাঁটি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র।

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন জানায়, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গেল ১৩ জুন দখলদার ইসরাইল ইরানে আগ্রাসী হামলা  চালায়। ওই হামলায় তেহরানসহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।

হামলায় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে।

জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইরানি হামলায় অন্তত ২৫ জন ইসরাইলি নিহত হয়েছেন এবং অন্তত দুই হাজার ৫১৭ জন আহত হয়েছেন।

ইরান ইসরাইল সংঘাতের মাঝেই শনিবার (২১ জুন) দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান #যুক্তরাষ্ট্র