আন্তর্জাতিক

ট্রাম্প ইসরায়েলের অসাধারণ বন্ধু; নেতানিয়াহু

ট্রাম্প সাহসিকতার সঙ্গে মুক্ত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন : ইসরাইলি প্রধানমন্ত্রী

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরপরই ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

নেতানিয়াহু জানান,“অপারেশন শেষ হওয়ার ঠিক পরেই প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ফোন করেন। তাকে অভিনন্দন জানিয়ে ইসরাইলী সেনাবাহিনীর প্রশংসা করেন ট্রাম্প। তিনিও মার্কিন পাইলটদের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি আরও বলেন, ট্রাম্প ইসরায়েলের এক অসাধারণ বন্ধু। তিনি সাহসের সঙ্গে মুক্ত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। আগে তার মতো কেউ ছিলো না।

এর আগে রোববার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন বাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। 

বিশ্লেষকরা মনে করছেন,  ট্রাম্প ও নেতানিয়াহুর এই ঘনিষ্ঠ সম্পর্ক যুদ্ধের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের সম্ভাব্য জবাবদিহি এবং জাতিসংঘের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প