ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই হামলার লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মিশনের লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ঠেকানো।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন এতথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনে সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান সরকার পরিবর্তন যুক্তরাষ্ট্রের নীতিগত লক্ষ্য কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘এই মিশন সে জন্য ছিল না, (ইরানের) সরকার পরিবর্তনের জন্য নয়।’ তিনি এই হামলাকে ‘নির্ভুল সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে বলেন, হামলার লক্ষ্য ‘ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের ওপর আসা হুমকি ঠেকানো।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আগেও রিপোর্ট করেছি—অনেক বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি আসলেই হুমকি সৃষ্টি করেছিল।’ ইরান বরাবরই বলে আসছে, তাদের এই কর্মসূচি পুরোপুরি বেসামরিক।
এমআর//