দেশজুড়ে

সাবেক সিইসি নুরুল হুদা পুলিশ হেফাজতে

ফাইল ছবি

রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

রোববার (২২ জুন) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নিই।'

এ পুলিশ কর্মকর্তা বলেন, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নুরুল হুদা