আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেয়ার অধিকার ইরানের আছে : আব্বাস আরাগচি

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে, এমনটাই মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি আরও বলেন, এই হামলার পরিণতির পুরো দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

রোববার (২২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির বৈঠকের সাইডলাইনে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।

আরাগচি বলেন, ইরান কখনও তার সার্বভৌমত্ব বা স্বাধীনতার সঙ্গে আপস করবে না। আত্মরক্ষা করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ না হলে তেহরান কূটনৈতিক আলোচনায় ফিরে আসবে না।

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপের ফলাফল মারাত্মক হতে পারে এবং এর জন্য পুরো দায় আমেরিকাকে নিতে হবে। ইরান আত্মরক্ষার অধিকার ভোগ করে এবং মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাতে তেহরান সবধরনের উপায় অবলম্বন করবে।

উল্লেখ্য, শনিবার (২১ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, তার দেশের সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান সফলভাবে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।  

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র