ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর ইসরাইলের একটি সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
ভূপাতিত হওয়া ড্রোনটির নাম ‘হারমেস ৯০০’। এটি ইসরায়েলের তৈরি একটি উন্নতমানের মনুষ্যবিহীন যুদ্ধবিমান, যা নজরদারি এবং হামলা দুই কাজেই ব্যবহৃত হয়ে থাকে।
এই ঘটনার আগেই ইসরাইল জানিয়েছিল, তারা তেহরানের একটি ‘ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র’কে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানীর কেন্দ্রস্থলে থাকা এই সামরিক স্থাপনাটি ইসরাইলের মূল লক্ষ্য ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান তাদের আকাশে অনুপ্রবেশকারী ড্রোন ধ্বংসের তথ্য প্রকাশ করলেও ইসরাইল বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এসকে//