আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের স্পিকারের দাবি

ক্ষতি হয়নি, ফর্দো পরমাণু স্থাপনা ‘অনেক আগেই’ খালি করা হয়

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ফর্দো পরমাণু স্থাপনা ছবি: এএফপি(ফাইল)

ইসরাইল-ইরানের চলমান সংঘাতের মধ্যেই রোববার(২২ জুন) ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বি-২ বোমারু বিমান হামলা চালায়। মার্কিন বোমারু বিমানগুলো প্রায় ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের ফর্দোনাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিশাল ওজনের বোমা ফেলে। তিনটি পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে দেশটির কোম এলাকায় পার্লামেন্ট সদস্য মানান রাইসি জানিয়েছেন, হামলায় ফর্দো পারমাণবিক স্থাপনার ‘মারাত্মক কোনো’ ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র এই হামলা চালাতে পারে, এমন অনুমান থেকে স্থাপনাটি ‘অনেক আগেই’ খালি করা হয়েছিল বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন বলছে, ইরানি নেতাদের এমন ভাষ্যের সত্যতার ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সারের ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ১৯ ও ২০ জুন ফর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশপথে ১৬টি পণ্যবাহী ট্রাক অবস্থান করছিল। এ সময় সেখানে কিছু বুলডোজারও দেখা যায়। তবে ট্রাকগুলোতে করে কী পরিবহন করা হয়েছে, তা জানা যায়নি।

ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরানের আণবিক সংস্থা। হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলেও জানিয়েছে সংস্থাটি। তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ। সৌদি আরব এবং কুয়েতও জানিয়েছে, তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো আলামত পাওয়া যায়নি।

ইসরাইল-ইরানের যুদ্ধের মধ্যেই রোববার ভোরে মার্কিন বিমানবাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ৩০ হাজার পাউন্ড ওজনের বাংকারবিধ্বংসী বোমা জিবিইউ-৫৭ ব্যবহার করল। ১২টি বাঙ্কার বাস্টার বোমা হামলার মধ্য দিয়ে মার্কিন সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে

এমআর//