আন্তর্জাতিক

বিশ্বকে এক হওয়ার আহ্বান উত্তর কোরিয়ার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (২৩ জুন) আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক শান্তির জন্য বিপজ্জনক এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর অন্যায় আক্রমণ।

তারা আরও দাবি করেছে, বিশ্বের অন্যান্য দেশকে একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়া ওই মুখপাত্র আরও বলেন, ইসরাইলের দীর্ঘদিনের যুদ্ধনীতি এবং ভূমি দখলের পেছনে পশ্চিমা শক্তির সমর্থন রয়েছে, যা পরিস্থিতি আরও খারাপ করছে এবং এ ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #উত্তর কোরিয়া