আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্ল্যাকআউট ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানায় দক্ষিণাঞ্চলজুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ইরানি হামলায় বিদ্যুৎ কোম্পানির একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছেও একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে, যার ফলে আশপাশের বেশ কয়েকটি শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে।

সোমবার (২৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের ওপর এ সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

হামলায় দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল।

ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন (আইইসি)-এর একটি বিবৃতিতে বলা হয়, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে আঘাত হানায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তবে বিদ্যুৎ পুনঃস্থাপন এবং জরুরি মেরামতের কাজ শুরু হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনীও সক্রিয় রয়েছে।

হামলার সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে, এবং নাগরিকদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়। ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ জুনের পর এটিই ছিল ইসরায়েলিদের সবচেয়ে দীর্ঘসময় আশ্রয়কেন্দ্রে অবস্থান।

এদিকে, ইরানি সংবাদমাধ্যম তাসনিম জানায়, আইআরজিসি এ হামলায় কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে বিশেষ কৌশল অবলম্বন করেছে। সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসানসহ ইসরায়েলের অন্তত পাঁচটি শহরে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানি পক্ষ।

তবে এ হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও আসেনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #বিদ্যুৎ