সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশে পাচারকালে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও গরু আটক করেছে ২৮ বিজিবি। ২২ ও ২৩ জুন সীমান্ত উপজেলা দোয়ারাবাজার এবং সদর উপজেলায় পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।
সোমবার (২৩ জুন) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়, ২২ জুন রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্ত পিলার ১২২২/২-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহপুরে ৫১৬ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়, যার মূল্য ৫৮ লাখ ২২ হাজার টাকা।
এছাড়া আজ ভোরে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে বাগানবাড়ি বিওপি সীমান্ত পিলার ১২২৮/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোগলায় ৮টি ভারতীয় গরু আটক করে বিজিবি, যার মূল্য ছয় লক্ষ নব্বই হাজার টাকা। এসব মালামালের মোট মূল্য ৬৫ লাখ ১২ হাজার টাকা।
আটক ভারতীয় শাড়ি ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম চলছে।
আই/এ