নিজের ভূখণ্ডে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এই ঘাঁটিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস-আইআরজিসির হামলা কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন-বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে মাজেদ আল আনসারি বলেছেন, ‘আমরা, কাতার রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইনের আলোকে এই স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি।’
প্রসঙ্গত, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ও বিশাল ওজনের বোমা হামলার জবাবে সোমবার(২৩ জুন) মধ্যপ্রাচ্যের কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
প্রত্যক্ষদর্শীর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার পরই দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সির খবরে বলা হয়, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দোহায় অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, কাতারস্থ আমেরিকার আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এমআর//