আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি নাকচ

ইসরাইলের হামলা বন্ধ হলেই, ইরান পাল্টা হামলা বন্ধ করবে : তেহরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি'র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি বলেছেন, যুদ্ধবিরতির কোন চুক্তি হয়নি। ইসরাইলের অবৈধ হামলা বন্ধ হলেই ইরান পাল্টা হামলা বন্ধ করবে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন,

"যেমনটি ইরান বারবার স্পষ্ট করে বলেছে: ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে,ইরান নয়।

তিনি বলেন, "এখন পর্যন্ত, কোনও যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও "চুক্তি" হয়নি। যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে পরবর্তীতে আমাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনও ইচ্ছা আমাদের নেই

"আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।"

যদিও ইরানের বেধে দেয়া সময় ইতোমধ্যে পার হয়ে গেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে দাবি করেন  ইসরাইল ও ইরান প্রায় একই সাথে আমার কাছে এসে বলল, ‘শান্তি!আমি জানতাম এখনই সময়। বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী! উভয় জাতিই  ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে,”

 

তিনি বলেন,তাদের ধার্মিকতা ও সত্যের পথ থেকে সরে গেলে অনেক কিছু পাওয়ার আছে, আবার হারানোরও অনেক কিছু আছে। ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ অসীম, এবং মহান প্রতিশ্রুতিতে পরিপূর্ণ। ঈশ্বর তোমাদের উভয়কেই আশীর্বাদ করুন!

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান-ইসরাইল