আন্তর্জাতিক

ইসরাইলে এক ঘণ্টায় ৩য় দফা হামলা ইরানের, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

গত এক ঘণ্টায় ইসরাইলে ৩য় দফা হামলা চালিয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলে চালানো সর্বশেষ হামলায় ৩ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।

এমডিএ জানায়, তারা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত স্থান থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেছেন এবং কাছাকাছি আসতেই বেশ কয়েকটি ভবনের ব্যাপক ধ্বংসস্তূপ দেখতে পান।

জরুরি পরিষেবা সংস্থাটি বলছে,  "একটি ভবনের বাইরে, আমরা প্রবেশপথে একজন অচেতন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছি। যখন আমরা ভবনের ভেতরে তল্লাশি করতে যাই, তখন আমরা একজন পুরুষ এবং একজন মহিলাকে অচেতন অবস্থায় দেখতে পাই। আমরা আহতদের জন্য একটি ট্রাইএজ পয়েন্ট স্থাপন করেছি এবং ভবন থেকে বেরিয়ে আসা বাসিন্দাদের চিকিৎসা পরীক্ষা করছি।"

এদিকে এক ঘণ্টায় তৃতীয় দফা হামলার বিষয়টি স্বিকার করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল