কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সাময়িক বন্ধ করে দেয়া কুয়েত, বাহরাইন ও আমিরাতের আকাশপথ আবারও সচল হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) কুয়েত ও বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং কাতার সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী জানায়, ‘ইয়া আবা আব্দুল্লাহ আল হুসেইন’ সাংকেতিক নাম ধারণ করে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ‘বাশারাত ফাতেহ’ অপারেশনে কাতারের উদেইদ ঘাঁটিকে লক্ষ্যবস্তু’ করে ‘বিধ্বংসী ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।
বিবৃতির বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কাতারের আল উদেইদে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। গত সপ্তাহে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর আগে, কাতার নিশ্চিত করেছে ইরান থেকে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে মাত্র একটি ঘাঁটিতে আঘাত হেনেছে।
মধ্যপ্রাচ্যের এ তিন দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় রাতে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়। পরে পুনরায় আকাশসীমা খুলে দেয়ায় সকালে ঢাকা থেকে এসব গন্তব্যে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
আই/এ