দেশজুড়ে

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জুন) রাত ১২টার দিকে বাগমারা উপজেলায় শিশুটিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। গণমাধ্যমকে বিষয়টি বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম নিশ্চিত করেন।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, পাঁচ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়।  এরপর শিশুটির বাবা নতুন সংসার পেতে পুঠিয়া উপজেলার সরগাছি এলাকায় চলে যান।  ফলে শিশুটি তাহেরপুরে তার মায়ের তত্ত্বাবধানে থাকলেও একা একা বাজারে ঘুরে বেড়াত এবং যেকোনো সময়  সিএনজি স্ট্যান্ড বা রাস্তার পাশে সময় কাটাত।

পরিবারের সদস্যরা আরও জানান, সোমবার দুপুরে শিশুটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতের বেলা তার খোঁজ না পেয়ে পরিবার তাকে না পেয়ে খুঁজতে শুরু করে।  পরে তাহেরপুর কলেজ গেটের কাছে একটি বাগানে স্থানীয়রা শিশুটিকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান।  তার শরীর থেকে নেশাদ্রব্যের গন্ধ পাওয়া যাচ্ছিল।  পরে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। 

ওসি তৌহিদুল ইসলাম জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন কিছুটা সুস্থ,তবে চিকিৎসা চলমান। যেহেতু শিশুটি প্রায়ই একা একা বাজারে ঘুরে বেড়াত,তাই  কেউ তার অগোচরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এই অপরাধটি করেছে বলে মনে হচ্ছে। 

ওসি আরও বলেন, শিশুটির পরিবার এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি। রক্তমাখা পোশাকসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করার জন্য কাজ চলমান রয়েছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ধর্ষণ #বাকপ্রতিবন্ধী