দেশজুড়ে

প্রবাসীর মরদেহ হাসপাতালে ফেলে পালালো স্ত্রী

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। হালিমের পরিবারের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, চার বছর পূর্বে প্রেমের সম্পর্ক ধরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে রেশমা বেগমের সাথে হালিমের দ্বিতীয় বিয়ে হয়। পরে কয়েক দফায় দ্বিতীয় স্ত্রীর বাবা সোমেদ চৌকিদারকে ৬০ লাখ টাকা দেয় হালিমএছাড়া ইতালি থেকে আসার আগে নিজের জন্য মোটরসাইকেল কিনতে টাকা পাঠালেও ওই টাকা দিয়ে তার শ্যালক সবুজ চৌকিদার তার নিজের নামে মোটরসাইকেল কেনেন

স্বজনরা আরও জানান,  ইতালি থেকে দেশে এসে পাওনা টাকা ও মোটরসাইকেল ফেরত চায় হালিম। এ নিয়ে হালিমের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী, শ্যালকসহ শ্বশুরবাড়ির লোকজনের কথা-কাটাকাটি হয়। সোমবার (২৩ জুন) রাতে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে তারা হালিমকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে মঙ্গলবার সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করলে লাশটি ফেলে রেখেই পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী রেশমাসহ শ্বশুরবাড়ির লোকজন।

ওসি মাসুদ খান জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে স্ত্রী ও শাশুড়ি হালিমকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। এসময় তারা লাশ রেখেই পালিয়ে যায়। ঘটনাটি সন্দেহজনক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রবাসী #মাদারীপুর