যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান ইসরাইলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুলরহিম মুসাভি। মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইরান ইসরাইলে হামলা চালিয়েছে বলে যে খবরটি প্রকাশ হয়েছে তা মিথ্যা।
আর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। এসময় তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন।
ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলি সেনাবাহিনী প্রতিহত করেছে, এমন খবর ইসরাইলি গণমাধ্যমে প্রকাশ করা হয়।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছে, যেকোনো আগ্রাসনের জবাব দিবে ইরান। ইসরাইল হামলা চালালে ভয়াবহ জবাব দেবে ইরান।
এমএ//