ধর্ষণ এবং অপহরণের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছে ঢাকার আদালত। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব জামিনের শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন। এ সময়ে আদালত কোনও নতুন মামলা না থাকায় তার কারামুক্তিতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন।
এই জামিন আবেদনের শুনানি করেন নোবেলের আইনজীবী। তিনি আদালতকে জানান, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে এবং বাদী কোনও আপত্তি করেননি। এ বিষয়ে আদালত বাদীকে প্রশ্ন করেন, আপনারা কি আপোষ করেছেন? জামিন মঞ্জুর হলে আপনার কোনও আপত্তি আছে কি? বাদী তখন জানিয়ে দেন, না স্যার, আমার কোনও আপত্তি নেই। এরপর বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।
আইনজীবী জানান, আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন এবং আশা করা যাচ্ছে, আজই নোবেল কারামুক্ত হবেন। শুনানির সময় নোবেলকে আদালতে হাজির করা হয় এবং কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি বাদীর সঙ্গে খোশগল্প করতেও দেখা যান।
এর আগে ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত নোবেল এবং বাদীর মধ্যে সম্মতিতে বিয়ের আদেশ দেন। পরদিন ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নোবেল এবং তার অভিযোগকারীর বিয়ে সম্পন্ন হয় এবং তা আদালতে জানানো হয়।
উল্লেখ্য, গেল ১৯ মে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থী। মামলার পর নোবেলকে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
এসকে//