আন্তর্জাতিক

মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ইসরাইল : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) ন্যাটোর শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। 

ট্রাম্প বলেন, ‘আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত।‘

তিনি আরও বলেছেন, গতকাল ‘অনেক কিছুই’ তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। 

ট্রাম্প বলেন, আমরা চুক্তি করার পরপরই ইসরাইল যা করেছে তা আমার পছন্দ হয়নি। তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা উচিত হয়নি।

ট্রাম্প বলেন, আসল কথা হলো দু’টি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কী করছে।

ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরাইল দুপক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, আমি নিশ্চিত নই যে তারা এটি ইচ্ছাকৃতভাবে করেছে কি না। আজকের ইসরাইলের পদক্ষেপ আমার মোটেও ভালো লাগেনি। আমি দেখছি আমি তা বন্ধ করতে পারি কিনা।

এসময় তিনি আরও বলেছেন, ইরান কখনোই তার পরমাণু সক্ষমতা পুনর্নির্মাণ করবে না।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল