দেশজুড়ে

অস্ত্র, সামরিক সরঞ্জাম ও মাদকসহ চাকরিচ্যুত সেনা সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র, সামরিক সরঞ্জাম ও মাদকসহ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত এক সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশি বন্দুক, সেনাবাহিনীর হেলমেট, আনসার বাহিনীর হেডগিয়ার, সামরিক প্রশিক্ষণের বই এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃত মো. আশিক মিয়া (২৭) হলদিয়াপালংয়ের মধুঘোনা এলাকার বাসিন্দা মৃত মনির হোসেনের ছেলে।

ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, আশিক মিয়া সেনাবাহিনীতে সিপাহি পদে কর্মরত থাকলেও পরে চাকরিচ্যুত হন। বর্তমানে তিনি সীমান্ত দিয়ে অস্ত্র ও রসদ পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।

পুলিশ জানায়, আটক আশিক মিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তের কুখ্যাত ডাকাত সর্দার শাহীনের ঘনিষ্ঠ সহযোগী। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে।

এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #সেনাবাহিনী #আরাকারন #দেশি-বিদেশি অস্ত্র