আন্তর্জাতিক

ইসরাইল ও ইরান সমানভাবে যুদ্ধ থামাতে চেয়েছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ইসরাইল সমান ভাবেই যুদ্ধ থামাতে চেয়েছিলো বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, , ‘ইসরায়েল ও ইরান—দুই দেশই সমানভাবে যুদ্ধ থামাতে চেয়েছিল! সব পারমাণবিক স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা এবং তারপর যুদ্ধ থামানোটা ছিল আমার জন্য বিশাল সম্মানের বিষয়!’

এর আগে ট্রাম্প ইরান ও ইসরায়েলের সমালোচনা করে বলেছিলেন, দুই দেশই তাঁর ঘোষণা করা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এর আগে গেল ১৩ জুন দখলদার ইসরাইল ইরানে আগ্রাসী হামলা  চালায়। ওই হামলায় তেহরানসহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।

হামলায় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ অন্তত যুদ্ধে ইরানে অন্তত ৬১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪,৭৪৬ জন।।

জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইরানি হামলায় অন্তত ২৯ জন ইসরাইলি নিহত হয়েছেন এবং অন্তত দুই হাজার ৫১৭ জন আহত হয়েছেন।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় শনিবার দিবাগত রাতে হামলা চালায় মার্কিন বোমারু বিমান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাতিসংঘ।

টানা ১১দিন সংঘাতের পর মঙ্গলবার (২৪ জুন) ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ট্রাম্প