বিনোদন

বাংলা গানে রাহাত ফতেহ আলী খান, সঙ্গে রুবাইয়াত জাহান

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত কাওয়ালি শিল্পী রাহাত ফতেহ আলী খান এবার প্রথমবারের মতো গাইলেন বাংলা গান। ‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের এই গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পী রুবাইয়াত জাহান।

সম্প্রতি দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

রাজা কাশেফ জানান, গানটির ভিডিও শিগগিরই লন্ডনের বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে। যা প্রকাশ করবে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রুবাইয়াত জানান, লন্ডনে রাহাতের সঙ্গে সাক্ষাতে তিনি বাংলা গানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং রাজা কাশেফের প্রস্তাবে গানটিতে কণ্ঠ দেন। গানটিকে জীবনের অন্যতম সাফল্য হিসেবে দেখছেন রুবাইয়াত।

এসকে//