ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইল যদি আগে থেকে পদক্ষেপ না নিতো, তাহলে আজ ইসরাইল ধ্বংসের তোপে পড়ত। সাম্প্রতিক ইরানে চালানো বিমান হামলাকে তিনি ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে দাবী করেছেন। এই অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নেতানিয়াহু জানিয়ে দেন, ইসরাইল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আর কোনো আপোষ করবেন না।
তিনি আরো বলেন, এই হামলার মাধ্যমে ইসরাইল শুধুমাত্র একটি হুমকি দূর করেনি। শত্রুদের স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরাইল চুপ থাকবে না।
এসি//