আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছেছেন। তার এই আগমন নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা ও কৌতূহল আছে।

ট্রাম্পের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইরান-ইসরায়েল সংঘাতের পরবর্তী কূটনৈতিক দিক নির্দেশনা।

সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ন্যাটোর ভূমিকা, ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। 

যুদ্ধ বিরতির পেছনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ ও সামরিক সহায়তার ব্যাপারটি ইতোমধ্যেই বেশ আলোচিত হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠরা দাবি করেছেন, এই যুদ্ধবিরতি অপ্রকাশিত কিন্তু ট্রাম্পের কার্যকর কূটনীতির ফসল।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের উপস্থিতি সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও প্রভাবশালী করে তুলবে। তবে ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ইউরোপের ন্যাটো সদস্যদের মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ট্রাম্প #ন্যাটো সম্মেলন