প্রবাস

নিউইয়র্কে হয়ে গেল ‘প্রবাসে মনো মাঝে পঞ্চকবি’

নিউইয়র্ক প্রতিনিধি, যুক্তরাষ্ট্র

কবিতা আবৃত্তি আর আবহ সঙ্গীতের মাধ্যমে পঞ্চকবির ভাবনার গভীরতা দর্শকদের মুগ্ধ করে ছবি: বায়ান্ন টিভি

কবিতা আবৃত্তি,  নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে  বাংলা সাহিত্য ও সঙ্গীতের অন্যতম প্রধান পাঁচ কবির প্রতি শ্রদ্ধা জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হয়ে গেলো এক জমকালো অনুষ্ঠান।

নিউইয়র্ক সিটির কুইন্স বরোর উডসাইড এলাকার জনপ্রিয় ভেন্যু কুইন্স প্যালেসে  ‘প্রবাসে মনো মাঝে পঞ্চকবি’ নামে এই অনুষ্ঠানটির আয়োজন করে ‘রবীন্দ্র অ্যাকাডেমি অব ইউএসএ’।  

সমৃদ্ধশালী বাংলা সাহিত্য ও সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পঞ্চকবি হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রাজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যাবেলায় সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃতি আর মাঝে মাঝে ছোট ছোট আলোচনার অপূর্ব সমন্বয়ে এই মনোজ্ঞ সন্ধ্যার আসরটি এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়ে উঠেছিল।

ব্যস্ত জীবনের মাঝেও নিউইয়র্কে বসবাসরত অনেক বাংলাদেশি ও বাঙালি এই অনুষ্ঠানটিতে উপস্থিত হন।

পঞ্চকবির গানে তাঁদের হৃদয়ে সৃষ্টি হয় কালজয়ী সাহিত্য ও সৃজনশীলতার আবহ। কবিতা আবৃত্তি এবং আবহ সঙ্গীতের মাধ্যমে এই পাঁচ কবির ভাবনার গভীরতা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রীতভান, Rtv Young Star USA প্রতিযোগিতায় ৭ম স্থান অর্জনকারী শোভিত রায় চৌধুরী।  এছাড়াও সঙ্গীত পরিবেশন করছেন অনুষ্কা সেনগুপ্তা, দীপক দাস, সুশীল সিনহা, পরিজাত দাস, সুমিত্রা সেন ও বাবলা আহমেদ।

অনুষ্ঠানে পঞ্চকবির গানের সঙ্গে নৃত্য পরিবেশনায়ও অসম্ভব ভালো দক্ষতা দেখিয়েছেন নৃত্যশিল্পী আদিত্রা ভৌমিক ও সৃজিতা হিয়া। নৃত্যনাট্যে তাদের সৃজনশীল ও মনোমুগ্ধকর উপস্থাপনায় ফুটে উঠেছে  পঞ্চকবির ভাবধারা ও সময়ের প্রতিফলন।

আয়োজক সংগঠন রবীন্দ্র অ্যাকাডেমি অব ইউএসএ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. রুমা চৌধুরী। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড. প্রবাত দাস(এমডি), নজরুল সঙ্গীতশিল্পী গোলান সোহরাব ও কাশিফিয়া বিল্লাহ, সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব ড. দিলীপ নাথ এবং কবি কাজী কবি কাজী জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট শিল্পী ও সঙ্গীতজ্ঞকে গৌরবময় লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা প্রদান করা হয়।

গুণী এই তিন শিল্পী হলেন-মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাশিল্পী দবু চৌধুরী, বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী অনুপ বড়ুয়া এবং জনপ্রিয় প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিশিষ্ঠ কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়।

গুনীজন সম্মামনা প্রসঙ্গে আগত দর্শকদের অনেকেরই অভিমত, এই সম্মাননা প্রদানের মাধ্যমে শুধু গুণীজনদের স্বীকৃতি নয় বরং প্রজন্মান্তরে তাঁদের অবদানের স্মরণ ও ধারণ করার এক অনন্য সুযোগ সৃষ্টি প্রচেষ্টা চালানো হয়েছে।

কেউ কেউ মন্তব্য করেছেন, সুদুর নিউইয়র্কের মাটিতে এই অনুষ্ঠানটি প্রমাণ করে দিয়েছে,  বাংলা সংস্কৃতি প্রবাসেও কতটা জীবন্ত এবং প্রাসঙ্গিক। 

নতুন প্রজন্মের কাছে সাহিত্য, সঙ্গীত ও ইতিহাস পৌঁছে দেওয়ার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল আরটিভি ও বায়ান্ন টিভি।

এমআর//