জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে তিন দিবস ঘোষণা

ছাত্র ও সাধারণ জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাকে স্মরণ করে ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে, নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে রংপুরে নিহত আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই দিনটিকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি সরকারি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, প্রতি বছর এসব দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, ৫ আগস্টের ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’কে ‘ক’ শ্রেণিভুক্ত এবং ৮ আগস্ট ও ১৬ জুলাইয়ের দিবস দুটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গণঅভ্যুত্থান #জুলাই গণঅভ্যুত্থান